মারা গেছেন অস্কারজয়ী তারকা আইরিন

Entertainment desk    |    ০১:৫৫ পিএম, ২০২২-১১-২৮


মারা গেছেন অস্কারজয়ী তারকা আইরিন

একই সঙ্গে গায়িকা ও অভিনেত্রী হিসেবে বিশ্বে বেশ সুনাম অর্জন করেছিলেন আইরিন কারা। পেয়েছিলেন অস্কার। জনপ্রিয় এই গায়িকা-অভিনেত্রী মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।

জানা যায়, রোববার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন তিনি। তবে কিভাবে তার মৃত্যু ঘটেছে তা এখনও জানা যায়নি।

কারার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার প্রচারক জুডিথ এ মুজ। এ প্রসঙ্গে তিনি বলেন, আইরিন কারা তার সংগীত ও চলচ্চিত্রের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

প্রসঙ্গত, নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ১৯৫৯ সালে জন্ম নেন আইরিন কারা। তার বাবা পুয়ের্তো রিকান এবং মা একজন কিউবান-আমেরিকান। পাঁচ ভাইবোনদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এ অভিনেত্রী।

১৯৮০ সালের ‘ফেম’ সিনেমার টাইটেল গানটির জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন কারা। এছাড়া ‘ফ্ল্যাশড্যান্স... হোয়াট এ ফিলিং’সহ আরো কিছু জনপ্রিয় গানের লেখক ও গায়িকা হিসেবে অনেক খ্যাতি লাভ করেছিলেন তিনি।

‘হোয়াট এ ফিলিং’ গানটির জন্যই অস্কার এবং একটি গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেন এ গায়িকা। তবে গায়িকা হিসেবে সফলতা পাওয়ার পর অভিনয়েও নাম লেখান তিনি। সিনেমায় ক্লিন্ট ইস্টউড, টাটুম ও নিলের মতো অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন কারা। ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন তিনি।